সব

ইভটিজিং প্রতিরোধে পহেলা বৈশাখে বিশেষ টিম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 13th April 2018at 3:33 pm
120 Views

স্টাফ রিপোর্টারঃ পহেলা বৈশাখে ইভ টিজিং প্রতিরোধে বিশেষ টিম থাকবেল বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর রমনা পার্ক পরিদর্শনে এসে র‍্যাবপ্রধান এ মন্তব্য করেন।তিনি বলেন, পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এবার তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। ইভ টিজিং প্রতিরোধে থাকবে বিশেষ টিম।

বেনজীর আহমেদ বলেন, পুরো জাতি যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।

তবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কেউ ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানি দিচ্ছে কিনা, তাও নজর রাখা হচ্ছে।

এর আগে রমনা বটমূল ও আশপাশ এলাকায় নিরাপত্তা মহড়া দেয় র‍্যাবের বিভিন্ন ইউনিট।


সর্বশেষ খবর