‘ভাত জুডেনা আবার নতুন কাপর’
আমারবাআংলা ডেস্কঃ সব জীর্ণতাকে পেছনে ফেলে আবার এলো বৈশাখ।‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্যে বাংলার নতুন বছরকে সাদরে বরণ করা হলো মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে।
আর তাকে বরণ করতেই ঐতিহ্যবাহী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানট রমনার বটমূলে আয়োজন করে প্রভাতী অনুষ্ঠানের।
পহেলা বৈশাখ, বাংলাদেশ সরকার স্বীকৃত একটি উৎসবের দিন। যে যার ভাবে উদযাপন করছে বৈশাখের আনন্দ। উল্লাস আর উচ্ছ্বাস।বাসায় বাসায় তৈরি হয় মুখরোচক খাবার। নতুন জামা কাপড় পরিধান করে অনেকে। সকালবেলায় বর্ণিল সাজে বেরিয়ে পড়েছে কাকডাকা ভোরে।আবার এর ব্যতিক্রমও দেখা যায়।
কিন্তু ক’জন জানে এই ব্যস্তময় শহরে ভোর হয় কারো-কারো ক্ষুধার যন্ত্রনা নিয়ে যদিও ততক্ষণে পহেলা বৈশাখ উদযাপন করতে পান্তা- ইলিশের উপর পড়ে উপচে পড়া ভিড়।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা মিললো এমনই এক ব্যাতিক্রমধর্মী চিত্র। সময় তখন সকাল সাড়ে ১০টা। সকালের উৎসবমুখর পান্তা ইলিশ ভোজনপর্ব শেষ অনেক আগেই। চলছে দুপুরের ভোজের প্রস্তুতি। বছরের প্রথম দিন বলে কথা। কিন্তু স্টেশনের ওই মানুষগুলোর তখনও সকালের খাবার জোটেনি। দুপুর সে তো অনেক পরের খবর।
ময়মনসিংহ গৌরীপুর উপজেলার আমেনা খাতুন (৬০) রেলস্টেশনের যাত্রী ছাউনির সাথে হেলান দিয়ে দু’পা ছেড়ে ঝিম-ঝিম করছেন। হঠাৎ মানব ছায়া পড়তেই ক্ষুধার তাড়ায় বলে ওঠেন বাবা আমায় কিছু দে। ততক্ষনে আমেনা খাতুন বুঝতে পারেন তার কাছে গণমাধ্যম কর্মী।
নতুন কাপড় আর বৈশাখ নিয়ে কথা বলতেই আমেনা খাতুন বলেন,“ভাত জুডেনা আবার নতুন কাপর। ঢাকায় আইছি ২০০৯ সালে যখন শেখের বেটি পাস করলো তখন ভাবছিলাম অনেক সাহায্য পামু একখানা কম্বলও পাইছি, আর কিছুই পাই নাই। কম্বল দিয়া কি পেটের জালা মিডে কন।’’
আমেনার পাশেই বৈশাখের নতুন শাড়ির আদলে নিজেকে বর্ণিল সাজে সেজে দাঁড়িয়ে এক তরুনী। তাকে জিজ্ঞেস করলাম আপনি কি জানেন আজ কোন দিন? মেয়েটির তৎক্ষণাত জবাব, আজতো পহেলা বৈশাখ।
কিন্তু আমেনা খাতুনের তো একদমই মনে নেই যে আজ পহেলা বৈশাখ। মেয়েটির কথায় যেন আমেনা সম্বিত ফিরে পান। নিজ জীবন ও যৈবনের না বলা কথাগুলো মনে পড়ে গেলো। দুচোখ দিয়ে টুপটুপ করে গড়িয়ে পড়লো দু’ফোঁটা জল, শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে বলেন, “আমাগো পহেলা কি আর বৈশাখ কি আল্লার দিন সবিই একসমান।”
পায়ের কাটা বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে জানান দেন তার অসহ্য যন্ত্রণার কথা। ভুলে যান সবকিছু যখন ব্যাথাটা পীড়া দেয়।
শুধু একটু আকতি পেট পুরে দু’মুঠো খাবারের। আমেনা খাতুনের মত এই ব্যস্তময় রাজধানীতে আছে শ’ত শ’ত আমেনা।
মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই শ্লোগানে শেষ হলো মঙ্গল শোভাযাত্রা। শাহবাগ, রূপসী বাংলা হয়ে আবারও শাহবাগ, টিএসসি হয়ে চারুকলায় গিয়ে সকাল সোয়া ১০টার দিকে শেষ হয় মঙ্গল শোভাযাত্রা। কিন্তু আমেনাদের জীবনে এর কোনো মূল্য নেই। যে তিমিরে হারিয়ে গেছে আমেনার জীবন সেখানে হয়তো পড়ে থাকবেন তিনি আমৃত্যু।