সব

কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 13th March 2016at 12:21 am
95 Views

news kamar paraহৃদয় খানঃ জাকজমক ও আনন্দমুখর পরিবেশে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি এ্যাডভোকেট সাহারা খাতুনকে ফুল দিয়ে বরন করে নেয়ার পরি অনুষ্ঠান শুরু হয় ।

প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্যারেডের মাধ্যমে অতিথিদেরকে সালাম প্রদর্শণ করেন।

গভর্নিং বডি সভাপতি হাজী মোঃ আবুল হাসিম চেয়ারম্যান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর পরপরই শুরু হয় বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট সাহারা খাতুন সংসদ সদস্য, ঢাকা-১৮। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লহাজ আব্দুল বারি প্রতিষ্ঠাতা সদস্য কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ, মোঃ আব্দুল রাজাক সভাপতি হরিরামপুর ইউনিয়ন ও নিত্য চন্দ্র ঘোষ প্রমুখ আহ্বায়ক তুরাগ থানা যুবলীগ । প্রধান অধ্যক্ষ খুরশিদ জাহান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ তুরাগ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।

কামারপাড়া স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের  মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাডভোকেট সাহারা খাতুন । অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ।


সর্বশেষ খবর