অকেজো হয়ে পড়েছে নেত্রকোনার ৪০টির ও বেশি প্রাইমারী স্কুল
এ,আর নাঈমঃ সরেজমিনে স্কুল গুলাতে পরিদর্শন করে দেখা গেছে প্রায় ৪০ টিরও বেশি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রী দের ক্লাস উপযোগি শ্রেণী কক্ষই নেই । কোন কোন স্কুলের মূল বিল্ডিং এই নেই বললেও চলে । কোথাও আবার বিল্ডিং থাকলেও তা ক্লাস অনুপযোগী তার মধ্যে ৪১ নং মোগলহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির অবস্তা খুব এই নাজুক। স্কুল পরিদর্শন এর সময় প্রধান শিক্ষক এর সাথে আলোচনা করে জানা যায় যে স্কুল এর মুল বিল্ডিং পরিতাক্ত ঘোষণা করা হয় কিন্তু বাধ্য হয়েই ক্লাস করাতে হয় এই বিল্ডিং এ, বারান্দায় বসেও ক্লাস করানো হয় ১৯৬০ সালে প্রতিষ্টা হয় মোগলহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তাঁর পর টিন থেকে বিল্ডিং হয় কিন্তু তা আর বেশি দিন টিকেনি এর থেকে বের হয়েছে অনেক ছাত্র-ছাত্রী তারাও বিভিন্ন প্রতিষ্টানে ভাল পজিশনে আছে,এই জন্য ই নিজেদের পকেট থেকে ও কিছু গ্রামবাসীদের সহযোগিতায় একটা টিনের একচালা ঘর করেছি কিন্তু খুব কষ্ট করে ছাত্র-ছাত্রীরা ক্লাস করে। শুনেছি বিল্ডিং আসবে তবে কবে আসবে তার কোন নির্দিষ্ট সময় জানা নেই । এইভাবে ছাঁদ থেকে হঠাৎ করে সুকরি-সিমেন্ট পড়লে বাচ্চাদের মাথা ফেটে যেতে পারে বা চোখে ও পরতে পারে তাই বাধ্য হয়ে ওদের গাছ তলা বা খোলা আকাশের নিছে ক্লাস করাতে হয় মাঝে মাঝে । সহকারি শিক্ষক আইচ, এম হিরন বলেন সরকারী ভাবে বিল্ডিং আসতে পারে তবে তার কোন সময় জানা নেই তাই উপরমহল থেকে যদি কোন সাহায্য পাওয়া যায় তবে এই দুরাবস্তা থেকে শিক্ষারথীরা ভাল ভাবে বসে ক্লাস করতে পারে। এরকম আরও ৪০টির ও বেশি স্কুল নেত্রকোনায় আছে যেগুলো অকেজো হয়ে পড়েছে প্রায়।