৩ ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন সালাহ!
স্পোর্টস ডেস্কঃ চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি সময়ে মোহাম্মদ সালাহকে পাচ্ছে না লিভারপুল! আগামী মৌসুমের প্রথম ম্যাচেও তাকে পাবে না দলটি! প্রতিপক্ষ খেলোয়াড়কে অযাচিত আঘাত করায় তিন ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন তিনি!
চলতি মৌসুমটা স্বপ্নের মতো কাটছে সালাহর। শুধু ইপিএলেই ৩১ গোল করে রয়েছেন সর্বোচ্চ গোলদাতা তালিকার চূড়ায়। এর মাঝে কয়েকটি ব্যক্তিগত অর্জনও রয়েছে। এবার তিনিই পড়েছেন নিষিদ্ধ হওয়ার শঙ্কায়।
গেল শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে স্টোক সিটিকে আতিথ্য দেয় লিভারপুল। মরণপণ লড়াইয়ের ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়।
এদিন গোলবঞ্চিত থাকেন চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা সালাহ। ম্যাচের একপর্যায়ে গোল পেতে মরিয়া হয়ে ওঠেন তিনি।
এতে প্রতিপক্ষ রক্ষণসেনা ব্রুনো মার্টিনস ইন্ডির সঙ্গে অনাহুত সংঘর্ষে জড়ান, মুখে মারেন মুষ্টি! এর জেরে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন দ্য ফারাওখ্যাত ফুটবলার।
অবশ্য ঘটনাটি রেফারির নজরে পড়েনি। পরে ক্যামেরায় ধরা পড়ে। তিন সদস্যের প্যানেল বিষয়টি খতিয়ে দেখছে। এতে দোষী সাব্যস্ত হলে তিন ম্যাচ নিষিদ্ধ হবেন মিসরীয় রাজা!
এমনটি হলে চলতি প্রিমিয়ার লিগের বাকি দুটি ও আগামী মৌসুমের প্রথম ম্যাচ পিএফএ বর্ষসেরা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে অলরেডসদের।