সব

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 30th April 2018at 3:31 pm
127 Views

আমারবাংলা ডেস্কঃ পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং শান্তিপূর্ণভাবে পালনে রাজধানীতে আতশবাজি ফোটানো এবং বিস্ফোরক দ্রব্য বহনের নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার সকালে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহানগরের শান্তিশৃঙ্খলা রক্ষায় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া আগামী ১ মে সন্ধ্যা ছয়টা থেকে ২ মে ভোর ছয়টা পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। ওইদিন রাতে মুসল্লিরা নামাজ, কোরআন তেলাওয়াত, কবর জেয়ারতসহ বিভিন্ন ইবাদতে সময় কাটাবেন। শবে বরাত উপলক্ষে ২ মে সরকারি ছুটি।


সর্বশেষ খবর