সব

আজ চূড়ান্ত হবে সীমানা পুনঃনির্ধারণ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 30th April 2018at 3:34 pm
138 Views

স্টাফ রিপোর্টারঃ আপত্তি যাচাই-বাছাই শেষে আজ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন-ইসি। সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আনুষ্ঠানিক বৈঠকে বসবে ইসি। আজকের কমিশন সভায় চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

এর আগে গত ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনের প্রস্তাবিত সীমানা পুনঃনির্ধারণসংক্রান্ত দাবি-আপত্তির বিষয়ে শুনানি চলে। গত ২১ এপ্রিল রংপুর, রাজশাহী, বরিশাল; ২৩ এপ্রিল খুলনা, সিলেট ও ময়মনসিংহ; ২৪ এপ্রিল চট্টগ্রাম বিভাগ এবং সবশেষ ২৫ এপ্রিল ঢাকা বিভাগের এ শুনানি অনুষ্ঠিত হয়।

যে ৬০ আসনের বিষয়ে শুনানি হয়েছে সেগুলো হলো- নীলফামারী-৩, রংপুর-১-৩, কুড়িগ্রাম-৪, চাঁপাইনবাবগঞ্জ-১, সিরাজগঞ্জ-১-২, পাবনা-১-২, বরগুনা-১, পিরোজপুর-১-২-৩, যশোর-৪, মগুরা-১-২, নড়াইল-১-২, খুলনা-৪, সাতক্ষীরা-৩-৪, সিলেট-২-৩, মৌলভীবাজার-২-৪, জামালপুর-৪, ব্রাহ্মণবাড়িয়া-১-৩-৫-৬, কুমিল্লা-১-২-৬-৯-১০, নোয়াখালি-১-৪-৫, লক্ষীপুর-২, চট্টগ্রাম-৭-১৪, মানিকগঞ্জ-২, ঢাকা-১-২-৩-৭-১৪-১৮-১৯, (ঢাকা-২ আসনের সঙ্গে-৩ ও ৩ আসনের সঙ্গে-১৯ নিয়ে আবেদন ছিল) নরসিংদী-১, গাজীপুর-২-৩-৫, নারয়ণগঞ্জ-২-৪, ফরিদপুর-২-৪ ও শরিয়তপুর-২-৩।

গত ১৪ মার্চ ১৬টি জেলার ৪০ টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করে ইসি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে জনসংখ্যার চেয়ে প্রশাসনিক অখণ্ডতা রক্ষার ওপর বেশি জোর দেয় ইসি। ফলে সংসদীয় আসনগুলোতে জনসংখ্যার ব্যবধান বাড়ছে।

ঢাকার ৫টি, নারায়ণগঞ্জের ২টি, নীলফামারীতে ২টি, রংপুরে ৩টি, কুড়িগ্রামে ২টি, পাবনায় ২টি, মাগুরায় ২টি, খুলনায় ২টি, সাতক্ষীরায় ২টি, জামালপুরের ২টি, শরীয়তপুরের ২টি, মৌলভীবাজারেরর ২টি, ব্রাহ্মণবাড়িয়ার ২টি, কুমিল্লার ৪টি, নোয়াখালীর ২টি এবং চট্টগ্রামের ২টি আসনে পরিবর্তন আনা হয়েছে।


সর্বশেষ খবর