তরুন গীতিকার এম এ আলম শুভ
নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের বিশিষ্ট সংগীত শিল্পী মাহমুদ খানের হাত ধরে সংগীত জীবন শুরু করে এম এ আলম শুভ। এই তরুণ গীতিকার গানের অর্থকথা সব কিছু জ্ঞান লাভ করেন মাহমুদ খানের মাধ্যমে।তরুণ এই গীতিকার এর সংগীত জীবন শুরু “একুশ তুমি” গানের মাধ্যমে। এই গানটি সুর ও সংগীত করেছেন মম রহমান আর গেয়েছেন মম রহমান নিজেই। দেশের গানটি বিপুল সাড়া পাওয়ার পর এই তরুন গীতিকার কাজ করে একটি বিজ্ঞাপনে। শাহী মেহেদী নামে এই বিজ্ঞাপনের কথা গুলো লিখেছেন এই তরুন গীতিকার, আর এই বিজ্ঞাপনের পরিচালনায়ছিলেন ‘অবুঝ মন’ গানের মিউজিক ভিডিও এর পরিচালক এহেতসাম জনি। এই দুইটি কাজের মাধ্যমে ব্যপক সাড়া পায় এই তরুণগীতিকার।ভালবাসা দিবসে এম এ আলম শুভ এর লেখা হিন্দি গান ‘দারদ্’ শিরোনামে গানটি প্রকাশ পায়। আর গানটির সুর ও সংগীতকরেছেন অনিম খান আর গেয়েছেন অনিম খান নিজেই।পহেলা বৈশাখে কয়েকটি এ্যালবামে আসছে নতুন কিছু গান। “আমার চোখে” গানটির সুর ও সংগীত করেছেন শিবলু মাহমুদ, “আয়না চলে” গানটির সুর ও সংগীত করেছেন শামীম আশিক।এছাড়াও সামনে এই তরুণ গীতিকারের লেখায় গান গাইবেন এক্সক্লুসিভ রনি, রিয়াদ হাসান,এহেতসাম জনি আরো অনেকে।এ গান সম্পর্কে এম এ আলম শুভ বলেন ‘গানগুলো অনেক যত্ন করে লিখেছি আশা করি গান গুলো সবার অনেক ভাল লাগবে।আজ আমর এতো দূর আশা শ্রদ্ধেয় মাহমুদ খান আংকেল এর মাধ্যমে। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আর আমাকে যারা উৎসাহ ও সহযোগিতা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সবার কাছে দোয়া চাই যেন সামনে ভাল গান শ্রোতাদের উপহার দিতেপারি।