সব

তুরাগে বিদ্যুৎ পৃষ্ট মাদরাসা ছাত্রের মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 16th March 2016at 9:37 pm
41 Views

2হৃদয় খানঃ রাজধানীর তুরাগে গত কাল বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে জামিয়া সুবাহানিয়া মাদরাসার কিতাবি লাইনের দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃত্যু হয়েছে ।

এলাকা বাসি সুত্রে জানাজায়, জামিয়া সুবাহানিয়া মাদরাসার কিতাবি লাইনের দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ সোহাইল (২০) নামে ওই ছাত্র মাদ্রাসার ধোয়া-মোছার, কাজ করতে গিয়ে বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎ পৃষ্ট হয়।

তাকে দ্রুত তুরাগের ইস্টওয়েস্ট মেডিকেল হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত সিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত সোহাইল এর বাবার নাম মোঃ আমিনুল ইসলাম । তাদের গ্রামের বাড়ি শেরপুর জেলার, শ্রীবরদি থানার, চাওলিয়ায় ।

সংবাদ পেয়ে তুরাগ থানার এস,আই নজরুল ইসলাম লাশ উদ্দার করে ঢাকা মেডিকেল মর্গে পেরন করেন । ঘটনা নিশ্চিত করে তুরাগ থানার ভারপাপ্ত কর্মকর্তা মাহাবুবে খোদা বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে মামলা নং ৬ তাং ১৬/৩/২০১৬ ।

 

 


সর্বশেষ খবর