সব

ওজন কমানো না, কঠিন ছিল বাইক চালানো শেখা’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 2nd May 2018at 3:09 pm
122 Views

বিনোদন ডেস্কঃ সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে জমকালো এক আয়োজনের মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া জানায় বাঁধনই হচ্ছেন তাদের পরবর্তী নায়িকা। ‘দহন’ পরিচালনা করবেন রায়হান রাফি। যিনি এর আগে ‘পোড়ামন টু’ ছবিটি নির্মাণ করেছেন।

আর সেখানে বাঁধন জানান, তার এতদিনের পরিশ্রমের কথা। বাঁধন বলেন, ‘আমি আগেই কিছুটা ওজন কমিয়ে ছিলাম। পরে ছবির চরিত্র শোনার পর আরও ৬ কেজি ওজন কমাতে হয়েছে। সব মিলিয়ে ১৬ কেজি ওজন কমিয়েছি। তবে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাইক চালানো। এটা এখনও শিখছি। এছাড়াও গলার স্বর ঠিক করার জন্য সারেগামা পর্যন্ত অনুশীলন করেছি।’

বাইক চালানো শিখার অভিজ্ঞতা নিয়ে বাঁধন বলেন, ওজন কমানোটা কঠিন ছিল না, কঠিন ছিল বাইক চালানো শেখা। যখন শুনলাম আমাকে বাইব চালানো শিখতে হবে তখন ভয়ই পেয়েছিলাম। ভেবেছিলাম, আমার পক্ষে আদৌ বাইক চালানো সম্ভব কি না। বড় কথা হলো আমি সেটা সম্ভব করতে পেরেছি।’

ছবিতে আরও অভিনয় করবেন সিয়াম আহমেদ, পূজা চেরি ও নবাগত রাজ ঋতু। আগামী ১০ মে থেকে ‘দহন’ ছবির শুটিং শুরু হবে।


সর্বশেষ খবর