বায়ার্নদিয়ে আবাকে কাঁর ফাইনালে রিয়াল
স্পোর্টস ডেস্কঃ বার্য়ানকে ছিটকে দিয়ে টানা তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগের ম্যাচে রিয়ালের সঙ্গে ২-২ ড্র করে বার্য়ান। কিন্তু প্রথম লেগে বার্য়ানদের ২-১ হারিয়েছিল রিয়াল তাই দু’লেগ মিলিয়ে মোট ৪-৩ ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ।
ম্যাচটিতে রিয়ালের হয়ে দুটি গোলই করেন করিম বেঞ্জেমা। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বল নিয়ন্ত্রণ, পাস, অন টার্গেট ও অফ টার্গেট শটসহ সব দিকে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত রিয়ালের বিপক্ষে জিততে পারলো না সফরকারী দল। ২-২ গোলে ড্র করে বিদায় হয়েছে টুর্নামেন্ট থেকে।