সব

কলকাতাকে হারিয়ে জয়ের ধারাবাহিকতায় মুম্বাই

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 10th May 2018at 12:02 pm
FILED AS: খেলা
120 Views

স্পোর্ট ডেস্কঃ প্রথমদিকে কয়েকটি ম্যাচ হেরে যাওয়ার পর টিকে থাকার জন্য জয় বাধ্যতামূলক হয়ে যায় মুম্বাইয়ের জন্য। সর্বশেষ বিশাল ব্যবধানে কলকাতাকে হারিয়ে সেই ধারাবাহিকতাই যেন ধরে রেখেছে তারা।

মুম্বাই ইন্ডিয়ান্সের করা ২১০ রান তাড়া করতে গিয়ে মাত্র ১০৮ রানে অলআউট হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর তাতে ১০২ রানের বিশাল জয় তুলে নিল মুম্বাই।

প্লে-অফে খেলতে হলে বাকি সব ক’টি ম্যাচই জিততে হবে- এমন সমীকরণ সামনে রেখেই বুধবার ইডেন গার্ডেনে খেলতে নামে মুম্বাই।

টানা ৩টি ম্যাচ জিতে প্লে-অফে খেলার সম্ভাবনা দারুণভাবে জাগিয়ে তুলেছে তারা। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটের ভিত্তিতে চার নম্বরে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়নরা। পেছনে ফেলে দিল কেকেআরকেই।

ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ইশান কিশানের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ২১০ রানের বিশাল স্কোর দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র ২১ বল খেলে ৫টি বাউন্ডারি আর ৬টি ছক্কায় ৬২ রানের টর্নেডো ইনিংস খেলেন কিশান।

এছাড়া সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মা দু’জনই খেলেন ৩৬ রানের দুটি ইনিংস।

জবাব দিতে নেমে মুম্বাই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কারণে কোণঠাসা হয়ে পড়ে কেকেআর। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে তাদের। ক্রিস লিন আর নিতিশ রানা- দু’জনই খেলেন সর্বোচ্চ ২১ রান করে দুটি ইনিংস। ১৮ রান করেন টম কুরান। রবিন উথাপ্পা আউট হন ১৪ রান করে এবং ১১ রান করেন পীযুষ চাওলা।

মুম্বাইয়ের হয়ে ২ উইকেট করে নেন দুই ভাই হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া। ১ উইকেট করে নেন মিচেল ম্যাকক্লেনঘান, জসপ্রিত বুমরাহ, মায়াঙ্ক মার্কান্দে এবং বেন কাটিং। তবে বিশাল এ জয়ের দিনেও কাটার মাস্টার মুস্তাফিজকে মাঠে নামায়নি মুম্বাই।


সর্বশেষ খবর