সব

ইসরাইলি ক্ষেপণাস্ত্রের জবাবে ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়লো সিরিয়া

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 10th May 2018at 12:06 pm
122 Views

‘আমারবাংলা ডেস্কঃ ইসরাইলের জঙ্গিবিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। গোলান মালভূমিতে সিরিয়ার সামরিক অবস্থানে ইসরাইল এ হামলা চালিয়েছিল।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আজ (বৃহস্পতিবার) সকালে জানিয়েছে, কুনেইত্রা প্রদেশে সামরিক ঘাঁটিতে ইসরাইল ক্ষেপণাস্ত্র ছুঁড়লে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তা ভূপাতিত করে।

বার্তা সংস্থা সানা বলছে, সিরিয়ার সামরিক বাহিনী দফায় দফায় ইসরাইলি আগ্রাসন মোকাবেলা করছে এবং একের পর এক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে যাচ্ছে।

এদিকে, ইসরাইল দাবি করেছে, সিরিয়া থেকে কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে, সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি সেনারা কুনেইত্রা প্রদেশের বা’থ শহরে কামানের গোলা ও মর্টার শেল নিক্ষেপ করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

 


সর্বশেষ খবর