রাজধানীতে দুপুরেই সন্ধ্যা
স্টাফ রিপোর্টারঃ আজ দুপুরের আগেই রাজধানীতে সন্ধ্যা নেমে এসেছে। আজ (বৃহস্পতিবার)রাজধানী ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৯ মিনিটে। এরপর নিয়ম মতো সকাল হয়েছে, রোদ উঠেছে, মানুষ কাজে বেরিয়েছে।
বৈশাখের সকালে ঢাকার আকাশে মেঘও করেছিল স্বাভাবিক নিয়মে। তবে দুপুরের আগেই ওই মেঘেই ঢাকায় যেন নেমে এল সন্ধ্যা।
বেলা ১১টার ঢাকার সড়কে তাইতো হেডলাইট জ্বালিয়ে চলতে হলো গাড়িগুলোকে। ঘর-বাড়িতেজ্বালানো হয়েছে বৈদ্যুতিক বাতি। কিছুক্ষণের মধ্যে এরসঙ্গে যুক্ত হলো ঝড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টি। চলতি বছর এপ্রিলেই আরও কয়েকদিন এভাবে কালো হয়ে এসেছিল ঢাকার আকাশ।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।