রোনালদো ছাড়াই রিয়ালের গোল উৎসব
স্পোর্ট ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই ৬-০ গোলে বড় জয় পেলো লস ব্লাঙ্কোসরা।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে দুটি গোল করেছেন গ্যারাথ বেল। একটি করে গোল করেন ইসকো, টনি ক্রুস ও আচরাফ হাকিমি। বাকি একটি গোল আসে প্রতিপক্ষের ভুলের কারণে।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে ঘরের মাঠে এ বিশাল জয় জিনেদিন জিদানের দলকে আরও উজ্জিবীত করবে।
চলতি মৌসুমে নিজেদের মাঠে অনুষ্ঠিত শেষ ম্যাচটিতে খেলতে নেমে বেশ আক্রমণাত্বক দেখা যায় মাদ্রিদের দলটিকে। শুরুতেই ১৩ মিনিট ও ৩০ মিনিটের মাথায় জোড়া গোল করে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান ওয়েলস ফরোয়ার্ড বেল। এরপর ৩২ মিনিটের ঘরে সেল্টাকে বোকা বানিয়ে গোল করেন ইসকো। স্বাগতিকরা এগিয়ে যায় ৩-০ গোল।
আর দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২ মিনিটে রিয়ালের হয়ে চতুর্থ গোল করেন মরক্কান তারকা হাকিমি। এরপর ৭৪ মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে সফরকারীরা। আসেনসিওর নিচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও গোমেস।
এরপর ৮১ মিনিটে সেল্টার জালে ষষ্ঠবারের মতো বল পাঠান জার্মান মিড ফিল্ডার ক্রুস।
এই জয়ে ৩৭ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রইল গতবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে ৩৭ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেতিকো মাদ্রিদ। আর আগেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনার পয়েন্ট ৩৬ ম্যাচে ৯০।