গাজীপুর সিটি’র নতুন ভোটের তারিখ ২৬ জুন
স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নতুন ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের নতুন তারিখ ২৬ জুন (মঙ্গলবার)।
আজ (রেবাবার) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১৮ জুন থেকে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। নির্বাচনের নতুন তারিখ অনুযায়ী ১৮ জুনের আগে কেউ প্রচারণা চালাতে পারবে না।
নির্বাচনী প্রচারণার বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে অর্থাৎ ২৪ জুন দিবাগত রাত ১২টার আগেই সকল ধরনের প্রচারণা বন্ধ করতে হবে। ৩০ জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোনো মিছিল বা শোভাযাত্রা করতে বা তাতে যোগদান করতে পারবেন না। কোনো ব্যক্তি উক্ত বিধান লঙ্ঘন করলে অন্যূন ৬ মাস থেকে অনধিক ৭ বৎসর কারাদণ্ডে দণ্ডিত হবেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সভায় ৪ নির্বাচন কমিশনার, ইসি সচিব’সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহণের দিন ছিল। কিন্তু, এক রিট আবেদনের পর হাইকোর্ট এই নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেন।
পরে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার, আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমএবং নির্বাচন কমিশন (ইসি) এই আদেশের বিরুদ্ধে আপিল করেন। বৃহস্পতিবার (১০ মে) সেই তিনটি আপিলের শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে আগামী ২৮ জুনের মধ্যে ইসিকে নির্বাচন করার আদেশ দিয়েছেন।