বহিরাগতদের বের করতে রাতে সব হোটেলে অভিযান
স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীতে অবস্থানকারী বহিরাগতদের বের করতে আজ (সোমবার) রাতে সব হোটেলে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনের (কেসিসি) রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুস আলী।
তিনি জানান, নির্বাচন কমিশন থেকে বিকালেই বহিরাগতদের চলে যাওয়ার নির্দেশ দিয়ে মাইকিং করা হয়েছে। এরপরও কেউ রয়ে গেলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যালট বাক্স ও পেপারসহ প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে।
গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রে পুলিশ ও আনসারসহ ২৪ জনের টিম এবং সাধারণ কেন্দ্রে পুলিশ ও আনসারসহ ২২ জনের টিম মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, ২টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা ও নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার জন্য বিজিবি, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছেন।