সব

দক্ষিণ কোরিয়ার সাথে বৈঠক বাতিল করলো উত্তর কোরিয়া

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 16th May 2018at 11:04 am
132 Views

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ায় আজ দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত উচ্চ পর্যায়ের বৈঠক বাতিল করেছে উত্তর কোরিয়া।

পিয়ংইয়ং হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এ ধরনের কার্যক্রম বিভক্ত কোরীয় উপদ্বীপের মধ্যকার সম্পর্কে ফাটল ধরাবে। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, ওয়াশিংটন ও সিউলের সামরিক কার্যক্রম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের আগামী মাসে অনুষ্ঠিতব্য বৈঠককেও অনিশ্চয়তার মধ্যে ফেলতে পারে।

পিয়ংইয়ংয়ের দাবি, দক্ষিণ কোরিয়ার ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের এ ধরনের সামরিক মহড়ার মূল লক্ষ্যই হচ্ছে উত্তর কোরিয়াকে পুনরায় উসকে দেওয়া। শুধু তাই নয়, এই আচরণ পানমুনজাম ঘোষণাকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে বলেও জানানো হয়।

পিয়ংইয়ংয়ের এমন হুমকির মধ্যেও আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিম বৈঠকের কাজ এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।


সর্বশেষ খবর