সব

জাতীয় নির্বাচনে জনগণও বিএনপিকে প্রত্যাখ্যান করবে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 16th May 2018at 8:02 pm
117 Views

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফল যারা প্রত্যাখ্যান করেছে, আগামী জাতীয় নির্বাচনে জনগণও তাদের প্রত্যাখ্যান করবে।

আজ (বুধবার) দুপুরে রাজধানীর মিরপুরের মনিপুর হাই স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি খুলনা সিটি করপোরেশন নির্বাচনে খুলনাবাসীর রায় প্রত্যাখ্যান করেছে, জাতীয় নির্বাচনে দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”

দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, “তারা (বিএনপি) প্রেস ব্রিফিং করে প্রত্যাখ্যান করেছে। প্রেস ব্রিফিং করে মিথ্যাচার, ভাঙা রেকর্ড আর বিদেশিদের কাছে নালিশ করা ছাড়া এই দলের আর এখন কোনো পুঁজি নেই।”

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিচার বিভাগের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই, এ রায় তারই প্রমাণ।”


সর্বশেষ খবর