সব

‘খুলনা সিটি নির্বাচনের অনিয়ম ও সহিংসতায় তদন্তের আহ্বান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 17th May 2018at 9:54 am
122 Views

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ‘অনিয়ম ও সহিংসতা’র খবরে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। একইসঙ্গে তিনি ‘অনিয়ম ও সহিংসতা’তদন্তের আহ্বান জানিয়েছেন।

আজ (বুধবার) বিকালে পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের ইউএসএআইডি প্রশাসক মার্ক গ্রিনের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

বার্নিকাট বলেন, “নির্বাচনে সবাই অংশ নিয়েছে -এটা খুশির বিষয়। তবে অনিয়ম, ভয় দেখানো এবং আরও খারাপ জিনিস সহিংসতার খবরে আমরা হতাশ হয়েছি। আমরা চাই, এসব ঘটনার স্বচ্ছ ও পূর্ণ তদন্ত, যাতে ভবিষতে এমন ঘটনা আর না ঘটে।”

গতকাল মঙ্গলবার (১৫ মে) প্রথমবারের মতো দলীয় প্রতীকে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ৬৫ হাজার ৬০০ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট। তালুকদার খালেক পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট।

এদিন সকাল ৮টায় মহানগরীর ভোটকেন্দ্রগুলোয় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ২৮৯ কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোট স্থগিত হয়।

এই নির্বাচনে ‘ভোট ডাকাতি’র অভিযোগ এনে একশরও বেশি কেন্দ্রের ফলাফল বাতিল করে নতুন করে ভোট নেয়ার দাবি জানিয়েছেন বিএনপি’র মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।


সর্বশেষ খবর