সব

নড়াইলে মাদকবিরোধী গণসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 22nd May 2018at 5:10 pm
135 Views

উজ্জ্বল রায়ঃ “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে; মাদক প্রতিকারে-জনতা, পুলিশ এক কাতারে” এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে মাদকবিরোধী গণসচেনতামূলক র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে নড়াইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথভাবে বাজারও পরিদর্শন করেন। মঙ্গলবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ গণসচেনতামূলক র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র‌্যালির পূর্বে সকাল ১০টায় নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (সদর) মোঃ জালাল উদ্দিন প্রমুখ।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবটির সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বাজার পরিদর্শনকালে বাজার পরিদর্শনে ডিসি ও এসপিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন নড়াইলের রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ রজিবুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক সন্তু ঘোষ। বাজার পরিদর্শনের সময় প্রশাসনিক কর্মকর্তারা বাজারের বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখেন এবং দোকানে রাখা মালামালও পরখ করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম বিক্রেতাদের ভেজাল মাল বিক্রি ও ওজনে কম দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন। এছাড়াও তাঁরা কাঁচা বাজার, মাছ বাজার, মাংস বাজার, ফল বাজারসহ বিভিন্ন দোকান পায়ে হেটে পরিদর্শন করেন এবং ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেন। পবিত্র রমজান মাসে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করার জন্যও ব্যবসায়ীদের উদাত্ত আহ্বান জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে। বাজার পরিদর্শন শেষে নড়াইল প্রেসক্লাবের সামনে এসে সকল প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা এসে মাদকবিরোধী গণসচেতনতামূলক র‌্যালিতে অংশ নেয়।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম এর উদ্যোগে র‌্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। র‌্যালিতে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নড়াইলের জনসাধারণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। র‌্যালি চলাকালে মাদকের কুফল ও ভয়াবহ পরিণতি সম্বলিত লিফলেট জনগণের মাঝে বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম। র‌্যালির কার্যক্রম শেষে পুলিশ সুপারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম তাঁর বক্তব্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না। এটি গোটা সমাজকে ধ্বংস করতে প্রধান উপাদান হিসেবে কাজ করে। মাদকের ভয়াবহ পরিণতি ও কুফল তুলে ধরে তিনি আরও বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকসেবী এবং মাদকব্যবসায়ীদের কোনোক্রমেই ছাড় দেওয়া সম্ভব নয়। সমাজ ধ্বংসকারী এই মাদক সেবন ও বিক্রির সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে নড়াইল পুলিশ কঠোর হস্তে দমন করতে পিছপা হবে না। এছাড়াও মাদকব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য নড়াইলবাসীকে উদাত্ত আহ্বান জানান।

এদিকে ডিসি ও এসপি কর্তৃক বাজার পরিদর্শন করায় নড়াইলবাসী সন্তোষ প্রকাশ করেছেন। এভাবে প্রতিনিয়ত বাজার নিয়ন্ত্রিত হলে নড়াইলবাসীর দুর্ভোগ কমবে বলে মনে করেন অনেকেই।


সর্বশেষ খবর