সিটিসেলকে ১২৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ
স্টাফ রিপোর্টারঃ বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে বিটিআরসির প্রাপ্ত বকেয়া ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা অবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
আজ (মঙ্গলবার) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। সিটিসেলের এক আবেদনের চূড়ান্ত নিস্পত্তি করে এই আদেশ দেন সর্বোচ্চ আদালত।
আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন- দুই আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। আর বিটিআরসির পক্ষে ছিলেন- আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।
গত ৫ মার্চই এই টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। তবে আবারও সময় আবেদন করলে আদালত আজ তা খারিজ করে দেন। যার ফলে বিটিসিএলের প্রাপ্ত এই টাকা পরিশোধ করতেই হচ্ছে সিটিসেলকে।