কোটা সংস্কার আন্দোলনের নেতার ওপর হামলা
স্টাফ রিপোর্টারঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী, কোটা সংস্কার আন্দোলনের নেতা এপিএম সোহেলের ওপর হামলা চালিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।সোহেল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম-আহবায়ক। বুধবার বিকাল ৩টার দিকে পরীক্ষা শেষ করে বাসায় ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হামলার শিকার হন সোহেল।
মূল ফটকের বাইরে এলে সন্ত্রাসীদের ১০/১২ জন তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সোহেল। গুরুতর আহত অবস্থায় তিনি এখন রাজধানীর গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভর্তি রয়েছেন।
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জবি শাখার যুগ্ম-আহ্বায়ক রাইসুল ইসলাম নয়ন বলেন, ‘আহত সোহেল আমাদের কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিয় কমিটির যুগ্ম-আহ্বায়ক। বিকাল ৩টার দিকে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।’
নয়ন আরও জানান, কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণেই তার ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আমরা এ হামলা নিন্দা জানাচ্ছি এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি করছি।