সব

‘বেয়াই ছাড় পায়নি, প্রমাণ হলে বদিও রেহাই পাবে না’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 26th May 2018at 8:13 pm
125 Views

স্টাফ রিপোর্টারঃ সরকারি দলের আলোচিত-সমালোচিত কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিষয়ে ওবায়দুল কাদের বলেছেন, মাদক ব্যবসার সঙ্গে বদির জড়িত থাকার প্রমাণ পেলে তার বেয়াই যেমন রেহাই পায়নি, তেমনি সেও রেহাই পাবে না।

তিনি বলেন, শুধু বদি নয় আওয়ামী লীগ ও বিএনপির যতো বড় নেতাই হোক না কেন যারাই মাদকের সঙ্গে জড়িত থাকবে তারা কেউ রেহাই পাবে না ।

শনিবার দুপুরে আসন্ন ঈদ উপলক্ষে মহাসড়কের পূর্ব প্রস্তুতি পরিদর্শনে এসে আশুলিয়ার বাইপাইল এলাকায় সরকারের মাদকবিরোধী অভিযান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশেই মাদকের সঙ্গে অস্ত্র জড়িত। যারা কোটি কোটি টাকার মাদক ব্যবসা করে তারা অস্ত্র ছাড়া চলে না। সেই অস্ত্র যখন র‌্যাব আর পুলিশকে প্রতিরোধ করতে আসে, তাদের উপর গুলি ছুড়ে তখন মাদক ব্যবসায়ীদের অস্ত্রের মুখে র‌্যাব এবং পুলিশ কি বসে বসে গান গাইবে? তখনি আইন শৃঙ্খলা বাহিনী পাল্টা প্রতিরোধ করে। এটাই এনকাউন্টার।

কাদের আরও বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে র‌্যাব ও পুলিশ সর্বাত্মক অভিযান শুরু করেছে। এ অভিযানের কারণে রাজনৈতিক মতলববাজী একটি মহল অখুশি হলেও সাধারণ মানুষ খুশি হয়েছে।

মাদকের কারণে দেশের তরুণ সমাজের একটি অংশ ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মিয়ানমান থেকে রোহিঙ্গা স্রোতের মতো মাদকের স্রোতও বাংলাদেশের গ্রামে-গঞ্জে শহরে ও পাড়ায় মহল্লায় ঢুকে পড়েছে। এরকম অবস্থায় দেশের মানুষ মাদকের বিরুদ্ধে এরকম একটি অভিযান চেয়েছে। মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি হওয়ায় সাধারণ মানুষ খুশি। তালিকা অনুযায়ী এখন তদন্ত হচ্ছে এবং খোঁজ খবর নেয়া হচ্ছে। সেই অনুযায়ী মাদক ব্যবসায়ীদের রুখে দিতে র‌্যাব এবং পুলিশ সব ধরনের উদ্যোগ নিয়ে মাদকের বিরুদ্ধে মাঠে নেমেছে।

ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের বিষয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতেই আমরা আগে থেকেই কাজ শুরু করেছি। ইতোমধ্যে গাজীপুর, কালিয়াকৈর ও আশুলিয়া এলাকায় ঈদ পূর্ব প্রস্তুতির জন্য পরিদর্শন করেছি। এবার আশুলিয়ার রাস্তাগুলো আগের যে কোন সময়ের চেয়ে ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিবছর এখানকার রাস্তাগুলো ডুবে গেলেও রাস্তুা উঁচু করায় সে রকম কোন আশঙ্কা নাই।


সর্বশেষ খবর