সব

জীবনের ইতিহাস

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 26th May 2018at 8:20 pm
252 Views

মুন্সি দরুদঃ

জীবনের ইতিহাস কেমন যেন
রি-রাইট হয়ে গেছে,
কিছু ইতিহাস বোঝা যায়
কিছু ইতিহাস বোঝা যায় না ।
জীবনের দরজা অটোমেটিক বন্ধ হয়,
অটোমেটিক খুলে ।
মনের ঘরে ঠান্ডা বাতাস লাগে,
জীবন জুড়িয়ে যায় ।
জীবনের পুরানো মানসিকতা
মনে পড়লে কাঁটা কাঁটা দেহ ।
জীবনে তুমি ছিলে, জীবনে তুমি নেই
আজ জীবনের ইতিহাস শূন্য হয়ে যায়
সখী, একবার কাছে আয় ।


সর্বশেষ খবর