রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচন ৩০ জুলাই
স্টাফ রিপোর্টারঃ রাজশাহী,সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জুলাই এই তিন সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ তফসিল ঘোষণা করেন।
এর আগে আজ সকাল সোয়া ১১টার দিকে তিন সিটিতে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে নির্বাচন কমিশনের কার্যালয়ে বৈঠক হয়।
নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে নির্বাচন দিতে হয় নির্বাচন কমিশনকে (ইসি)। সেই হিসেবে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের আর বেশি সময় নেই ইসির হাতে।
এর আগে ২০১৩ সালের জুনে রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালে একযোগে সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় চারটিতেই বিএনপির মেয়রপ্রার্থীরা জয়ী হয়েছিলেন।
এবার ইতিমধ্যে খুলনা সিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি তিন সিটিতে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতেই আজ বৈঠকে বসে ইসি।