সব

ইনজুরি সারাতে স্পেন যাচ্ছেন মোহাম্মদ সালাহ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 30th May 2018at 9:26 am
FILED AS: খেলা
124 Views

ডেস্ক রিপোর্টঃ কাঁধের ইনজুরি সারাতে এই সপ্তাহেই স্পেন যাচ্ছেন মোহাম্মদ সালাহ। ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এই খবর নিশ্চিত করেছে।

গ্রুপ-এতে মিসরের প্রতিপক্ষ সৌদি আরব, উরুগুয়ে ও স্বাগতিক রাশিয়া। ২৮ বছর পর আগামী ১৫ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে মিসর।

কিয়েভের ফাইনালে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের ট্যাকেলে খেলার ২৬ মিনিটের মাথায় কাঁধে চোট পান লিভারপুলের মোহাম্মদ সালাহ। মাঠেই তাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।

খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন মিসরের এই ফরোয়ার্ড; কিন্তু এরপরে আর পেরে ওঠেননি। ব্যথায় কাতরাতে কাতরাতে, চোখের পানি ফেলতে ফেলতে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন তিনি।

তখনই মোটামুটি অনুমান করা গিয়েছিল শঙ্কার মুখে পড়তে যাচ্ছে সালাহর বিশ্বকাপ। তবে, সালাহ ও মিসরের ফুটবল এখনো আশার আলো দেখছে।


সর্বশেষ খবর