রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধে ৩ জন নিহত
মোঃ ফিরোজ আল-মামুনঃ চলমান ‘মাদক বিরোধী’ অভিযানে রাজধানীর ভাষানটেকে তথাকথিত বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে ভাষানটেকের দেওয়ান পাড়া লোহার ব্রিজ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ঘটনা ঘটে বলে দাবি করেছেন র্যাব-৪ এর অধিনায়ক চৌধুরী মঞ্জুর কবির। তিনি বলেন, এরা সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী।
নিহতরা হলেন- আতাউর রহমান আতা (৪০), বাপ্পী (৩৮) এবং মোস্তফা ওরফে কসাই মোস্তফা (৫০)।
পুলিশের ভাষ্য হচ্ছে, মাদক ব্যবসায়ীদের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব সদস্যরা লোহার ব্রিজ এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টেরে পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি করে। এতে ৩‘মাদক ব্যবসায়ী’ গুলিবিদ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ভাষানটেকের ঘটনায় ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৬টায় মৃত ঘোষণা করেন।