ময়মনসিংহে পরিবহণ ধর্মঘট স্থগিত
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে পরিবহণ মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে ডাকা অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট আগামী ৭ জনু পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিভাগীয় কমিশনার জি.এম. সালেহ উদ্দিন আশ্বাসে এই স্থগিতাদেশ ঘোষণা করে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ও উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল হক শামীম।
একই সঙ্গে এ নিয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী ৫ জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, জেলা মোটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও সাংবাদিক নেতাদের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ বৈঠকের আয়োজন করা হয়েছে।