সব

তুরাগে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী পালিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 18th March 2016at 12:55 pm
44 Views

DSCF2740স্টাফ রিপোর্টারঃ  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করল তুরাগ থানা যুবলীগ ।

বৃহস্পতিবার রাত ৯টায় তুরাগ থানাধীন কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা করেন তুরাগ থানা যুবলীগের আহ্বায়ক নিত্য চন্দ্র ঘোষ ও যুগ্ন আহ্বায়ক মোঃ মহিবুল হাসান ।

এসময় উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উওর যুবলীগের সহ-সম্পাদক জসিম মাহামুদ পলাশ, আবুল হোসেন প্রধান, নাসিম উদ্দিন (নাসিম),হারুন উর রশিদ,সহিদুল ইসলাম (রুবেল),জালাল,সফুরউল্লাহ,আজিম,বিল্লাল হোসেন,মাসুদ,রফিক,জাকির,হুমায়ন,মনির,জমির হোসেন দুদু,মুক্তার হোসেন প্রমুখ সহ আ’লীগ ও সহযোগি সঙ্গগঠনের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।


সর্বশেষ খবর