সব

আইইউবিএটি ইউনিভার্সিটিতে হামলা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 18th March 2016at 9:22 am
41 Views

3

স্টাফ রিপোর্টারঃ  জমি দখল নিয়ে এ হামলা হয়েছে বলে অভিজক করেছে আইইউবিএটি ইউনিভার্সিটির । শুক্রবার ভোর চারটার দিগে এ হামলা সকাল সাতটা পর্যন্ত চলে বলে জানায় ইউনিভার্সিটির কতৃপক্ষ ।

সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে পানি উন্নয়ন বোর্ড এর কাছ আইউবিএটি কতৃপক্ষ জমি লিজ নেয়। কিন্তু পরবর্তীতে ২০১৫ সালে সরকার জমিটি টঙ্গীর ইজতেমা ময়দানের জন্য ওয়াকফ করে দেয় বলে জানায় ময়দানের লোকজন। পানি উন্নয়ন বোর্ডে ১৫ ভিগা জমি জমি দখল করে কাঁটাতারের বেড়াদেয় আইইউবিএটি ইউনিভার্সিটির ।ক্যানসার হাসপাতালের উওর পাশের সামনে থেকে ওয়াসা পাম্পের দক্ষিণ পাশ থেকে টাঙ্গাইল মহাসড়কের পূর্বপাশে জমি দখল করে আইইউবিএটি ।
এর জের ধরে শুক্রবার রাত তিনটার দিকে ইজতেমা ময়দানের লোকজন সশস্ত্র অবস্থায় বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ভাংচুর করে ।


সর্বশেষ খবর