ওই মিয়া মাকে মেরে নিজে বাচঁতে চাও–মন্ত্রী ওবায়দুল কাদের
ময়মনসিংহ প্রতিনিধিঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা অংশের চাল লেন রাস্তার অসমাপ্ত কাজ সেনাবাহিনীর প্রজেক্ট প্রকল্প প্যাকেজ তিনের অংশ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা অংশে চার লেনের কাজ পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রাস্তায় অবৈধ মটরযান চলাচল দেখতে পেয়ে এক মটর সাইকেল চালককে লুঙ্গিপরা, হ্যালমেট না থাকায় মহাসড়কে দাঁড় করিয়ে বলেন,মায়ের জীবন চিন্তা না করে মহাসড়কে চলাফেরা করছ””ওই মিয়া মাকে মেরে নিজে বাচঁতে চাও”মটরআরোহী তার মাকে মটর সাইকেলযোগে ভালুকার দিকে নিয়ে যাচ্ছিলেন।এদিকে অপর যুবক মটর আরোহীকে মন্ত্রী হ্যালমেট কই জিজ্ঞাসা করলে?আরোহী বলে,স্যার আপনাকে দেখতে এসেছি।তখন মন্ত্রী বলেন,মিয়া আমাকে দেখতে এসে দূর্ঘটনা শিকার হলে।পরিবার তখন বলবে,মন্ত্রী দেখতে গিয়ে আমার ছেলে শেষ।এসব আবেগী কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন মন্ত্রী।এদিকে একের পর এক অবৈধ মটর সাইকেল দেখতে পেয়ে মন্ত্রী এদেরকে পথের রাজা হিসেবে আখ্যায়িত করেন এবং বিরুদ্ধে আইনি মামলা দায়ের করতে নির্দেশ দেন পুলিশকে।
এ সময় মটর চালকদের সর্তক হিসেবে বলেন,রাস্তার আইন মেনে চললে কার জন্য ভালো?নিজের জীবন নিরাপদ থাকে।মহাসড়কে গাড়ী পেছন থেকে ধাক্কা দিলে জীবনেরর মৃত্যু নিশ্চিত।তা ভেবে নিজের জীবনের মায়া চিন্তা করে হ্যালমেট,লাইন্সেন ব্যবহার জরুরি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,সম্পতি বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় গভর্নর জড়িত নহে।তবে তিনি এ দায় এড়িয়ে যেতে পারবেননা।স্বেচ্ছায় পদত্যাগ করে গভর্নর বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
উল্লেখ্য,মন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৭-তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবসে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।