সব

বড় নেতাদের ব্যর্ততা বেশি : গয়েশ্বর

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 17th March 2016at 6:32 pm
53 Views

10স্টাফ রিপোর্টারঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তার দলের আন্দোলন সংগ্রামে ব্যর্থতার দায় বড় নেতাদের ঘাড়েই দিয়েছেন।

বিগত আন্দোলনে কর্মীদের কোনো ব্যর্থতা নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যে যত বড় নেতা বিগত আন্দোলন-সংগ্রামে তাদের ব্যর্থতা তত বেশি। সারা দেশের নেতাদের ও সাধারণ কর্মীদের কোনো ব্যর্থতা নেই। কারণ, তারা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের একটি ভিডিও গানের অ্যালবামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে আমরা যে যত বড় নেতা তাদের ব্যর্থতা সবচেয়ে বেশি। সারা দেশের নেতারা ও সাধারণ কর্মীদের কোনো ব্যর্থতা নেই। কারণ, তারা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

কাউন্সিলের প্রচারের লক্ষ্যে পোস্টারে নেতা-কর্মীদের নিজেদের ছবি না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তি প্রচারে আমরা যতটা যত্নবান, দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ততটা তৎপর নয়। এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

 

কাউন্সিল প্রসঙ্গে বিএনপির এ নীতি-নির্ধারক বলেন, গণতন্ত্র ফেরাতে দেশকে নিয়ে আমরা কী ভাবছি, কাউন্সিলে তার প্রতিফলন ঘটাতে হবে। কাউন্সিলের দিকে সারা দেশের নেতা-কর্মীরা তাকিয়ে রয়েছেন। সুতরাং কাউন্সিলেই তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।


সর্বশেষ খবর