সব

বনানীতে ভবনে অগ্নিকাণ্ড

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 18th March 2016at 11:00 pm
46 Views

13স্টাফ রিপোর্টারঃ রাজধানীর বনানী এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ভবনের ছাদের ওপর কমপক্ষে ২৫ জন আটকা পড়েন।

আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের মধ্যে দুই জনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৯ নস্বর বাড়িতে এ আগুন লাগে। আগুনের খবর পেয়ে সেখানে ১৩ টি ইউনিট পাঠানো হয় বলে জানিয়েছে ফায়ার কন্ট্রোল দফতর।

প্রথমে ভবনের দুই, তিন, পাঁচ ও সাত তলায় আগুন জ্বলতে দেখা যায়। আতঙ্কিত অনেকেই ভবনের ছাদে অবস্থান নেন।

রাত সোয়া দুইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে ঢোকা শুরু করেন। আড়াইটার দিকে অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুই জনকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।

এর আগেই ঘটনাস্থলে পৌছান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি পাশের আরেকটি ভবনের ছাদ থেকে আগুন নেভানোর কাজ পর্যবেক্ষণ করছিলেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা একে একে ভবনের ভেতর ঢুকে ছাদে আটকে পড়াদের উদ্ধার করতে শুরু করে। রাত তিনটার দিকে ছাদ থেকে অন্তত ২৫ জনকে নিরাপদে উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। ততক্ষণে আগুন অনেকটাই নিভে আসে। এসময় কেবল পঞ্চম তলাতে আগুন জ্বলতে দেখা যায়।

পরে আনিসুল হক নিজেও ভবনের ভেতরে যান এবং ফিরে এসে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।


সর্বশেষ খবর