গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন বেগবান করতে হবে
স্টাফ রিপোর্টারঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন আরও বেগবান করতে হবে।
শুক্রবার বিকেলে পুরানা পল্টনে অবস্থিত ‘আদর্শ ঢাকা আন্দোলন’ অফিসে বিএনপির ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে দলটির বিভিন্ন উপকমিটির বের করা স্যুভেনিরের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, আন্দোলনে ইতিমধ্যে অনেকেই জীবন উৎসর্গ করেছেন। যারা জীবন দিয়েছেন তাদের নামে শপথ করে আন্দোলন আরও বেগবান করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
দেশবাসী বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে আগামী দিনের আন্দোলনে দলের নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।