আলজেরিয়ায় গ্যাসক্ষেত্রে গোলা নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্কঃ আলজেরিয়ায় একটি গ্যাসক্ষেত্রে হামলার ঘটনা ঘটেছে।দূর থেকে নিক্ষেপ করা হয়েছে শক্তিশালি এই গোলাটি, নরওয়েজিয়ান শক্তিসংস্থা স্টাটোইল জানিয়েছে, দূর থেকে নিক্ষিপ্ত কোনো গোলা গ্যাসক্ষেত্রটিতে আঘাত হেনেছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা জানাতে পারেনি সংস্থাটি।
এক বিবৃতিতে স্টাটোইল এ তথ্য জানিয়েছে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণে ক্রেচবা নামক স্থানে অবস্থিত সালাহ গ্যাসক্ষেত্রে এ হামলার ঘটনা ঘটেছে।