সব

রিজার্ভের অর্থ চুরি: চার দেশের অপরাধীরা জড়িত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 18th March 2016at 11:16 pm
48 Views

17স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে অর্থ চুরির ঘটনাটি ‘আন্তদেশীয় ক্রাইম’বলে জানিয়েছে এ ঘটনায় তদন্তের দায়িত্ব পাওয়া বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী বলেন, ‘এ ঘটনার সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের চারটি দেশের অপরাধীচক্র জড়িত।’

শুক্রবার সকালে বাংলাদেশ ব্যাংকে তদন্ত শেষে বিকেলে সাংবাদিকদের এ কথা জানান মির্জা আব্দুল্লাহেল বাকী।

‘তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে’উল্লেখ করে সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, এ ঘটনায় বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, যুক্তরাষ্ট্র ও শ্রীলংকার সহযোগিতা প্রয়োজন হতে পারে।

‘অন্য যে তিনটি দেশের লোক জড়িত সেই দেশগুলোতেও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বাংলাদেশসহ চার দেশের তথ্য উপাত্ত বিশ্লেষণ করেই জড়িতদের খুঁজে বের করা সম্ভব বলে মন্তব্য করেন আব্দুল্লাহেল বাকী।

বিষয়টি নিয়ে আগামী রোববার যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের সঙ্গে সিআইডির বৈঠকে বসার কথা রয়েছে।

সম্প্রতি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার বা ৮০৮ কোটি টাকা চুরি হয়েছে। এর মধ্যে আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের ব্যাংকিং খাতে প্রবেশ করেছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে।

এর পরই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ড. আতিউর রহমান। আর এ পদে নিয়োগ পেয়েছেন সাবেক অর্থসচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবীর।


সর্বশেষ খবর