সব

অবৈধ বোলিংয়ের দায়ে নিষিদ্ধ হলেন আরাফাত সানি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 19th March 2016at 3:25 pm
FILED AS: খেলা
49 Views

7স্টাফ রিপোর্টারঃ অবৈধ বোলিংয়ের দায়ে নিষিদ্ধ হলেন আরাফাত সানি। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বাংলাদেশি স্পিনার আরাফাত সানীকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানির বোলিং নিয়ে প্রশ্ন ওঠে। বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন দুই অনফিল্ড আম্পায়ার এস রবি এবং রড টাকার। প্রাথমিকভাবে অভিযোগটা তারা জানিয়েছিলেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে।

আইসিসির কাছে অভিযোগ পৌঁছার পর সাত দিনের মধ্যেই পরীক্ষার কথা জানানো হয়। চেন্নাই বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয় তাসকিন আহমেদ এবং আরাফাত সানীকে। আরাফাত সানী আগে পরীক্ষা দেওয়ায় তার রিপোর্ট আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সাময়িক এই নিষেধাজ্ঞার কারণে অ্যাকশন পরিবর্তন না করা পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে বোলিং করতে পারবেন না আরাফাত সানী।


সর্বশেষ খবর