সব

বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 20th March 2016at 12:22 am
33 Views

11স্টাফ রিপোর্টারঃ সরকার ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,গত কয়েক বছর নজিরবিহীন দমননীতির কারণে বিএনপির ৫০২ নেতাকর্মী শহীদ হয়েছেন। অপহৃত হয়েছেন ২২৩ জন। গুরুতর আহত হয়েছেন প্রায় ৪০০০ নেতাকর্মী। জেল খেটেছেন ৭৫ হাজার জন। মামলা দায়ের হয়েছে ২৪ হাজার। আসামি করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার নেতাকর্মীকে।

শনিবার ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউটে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে স্বাগত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনার নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সম্প্রতি মিথ্যা মামলায় ৫০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

জেলে আটক রাখা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, প্রাক্তন মন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অসংখ্য নেতাকর্মীকে। এছাড়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, একুশে টিভির প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ভিন্নমতের আরও অনেককে।

চলমান পরিস্থিতি থেকে উদ্ধার পেতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপিকে সংগঠিত করতে হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নিজেদের মধ্যে সংহতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও অনেক উচ্চতায় নিয়ে যেতে হবে।

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলনের কথা বলছি, তার কর্মকৌশল হবে সংগঠন-আন্দোলন-নির্বাচন। এই জন্য দলের মধ্যে সরকারের অনুপ্রবেশকারিদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।


সর্বশেষ খবর