পাকিস্তানের মেয়েদের চমক
আমার বাংলা ডেস্কঃ মেয়েদের ক্রিকেটে পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে। ওয়ানডেতে আটটি মুখোমুখি লড়াইয়ের সবগুলোতেই জিতেছে ভারত। টি-টোয়েন্টিতেও আগের ছয়টি লড়াইয়ের মাত্র একটিতে জিতেছিল পাকিস্তান। এবার সংখ্যাটা হল দুই। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে চমকজাগানো জয় পেয়েছে পাকিস্তানের মেয়েরা।
দিল্লির ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তানের জয়ের ভিত গড়ে দিয়েছেন বোলাররা। টস হেরে ব্যাট করতে নামা ভারতকে তাঁরা আটকে দিয়েছেন সাত উইকেটে ৯৬ রানে। সর্বোচ্চ ২৪ রান এসেছে ভেদা কৃষ্ণমূর্তির ব্যাট থেকে। অধিনায়ক মিতালী রাজ ও হারমানপ্রীত কাউর করেছেন ১৬ রান করে।
পাকিস্তানের পাঁচজন বোলার একটি করে উইকেট পেলেও কেউই খুব বেশি রান দেননি। সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন আনাম আমিন। চার ওভারে মাত্র নয় রান দিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
মাত্র ৯৭ রানের লক্ষ্যে ভালোভাবেই এগোচ্ছিল পাকিস্তানের মেয়েরা। ওপেনার সিদরা আমিনের ২৬ রানের দৃঢ়তাভরা ইনিংস এক উইকেটে ৪৮ রানে পৌঁছে দিয়েছিল তাদের। কিন্তু সিদরার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ১৬ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৭৭/৬। তারপরই নামে বৃষ্টি। সেই সময় ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে পাকিস্তানের প্রয়োজন ছিল ৭৫ রান।
এরপর আর খেলা হতে পারেনি। তবে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে এগিয়ে থাকার সুবাদে জিতে যায় পাকিস্তান।