পরোয়ানার মামলায় মাহমুদুর রহমানকে হাইকোর্টের জামিন
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জে দায়ে করা মানহানি মামলায় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ৬ সপ্তাহ জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ (রোববার) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই জামিনের আদেশ দেন।
আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন- সিনিয়র আইনজীবী এজ এ মোহাম্মদ আলী।
গত ২৬ জুলাই একটি মানহানির মামলায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জের বিচারিক হাকিম আদালতের (সদর) বিচারক দেলোয়ার হোসেন গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এর আগে গত বছর ১০ ডিসেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রলীগের তৎকালীন যুগ্ম-আহ্বায়ক নাজমুল হক কিরণ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটেনের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার ২০১৭ সালের ১০ ডিসেম্বর মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
উল্লেখ্য, মানহানির একটি মামলায় গত রোববার (২২ জুলাই) কুষ্টিয়ার আদালতে জামিন নিতে গিয়ে আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের হামলার শিকার হন ‘আমার দেশ’পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।
হামলায় তাঁর মাথা ও মুখ জখম হয়। এছাড়া, তাঁকে বহনকারী গাড়িটি ভেঙে দেয় হামলাকারীরা। পরে একটি অ্যাম্বুলেন্সে করে আদালত চত্বর ছাড়েন মাহমুদুর রহমান। এরপর উড়োজাহাজে করে ঢাকায় এসে একটি হাসপাতালে ভর্তি হন তিনি।