বিড়াল ছানার স্বপ্ন
আশরাফুল এমডিঃ
বিড়াল ছানা রোজ রাত-দিনে
স্বপ্ন দেখে তাহার আপন মনে।
কেমন করে উড়বে আকাশ পানে
এই ভাবনায় চলে তার প্রতিক্ষণে।
বিড়াল ছানা তার মায়ের কাছে প্রশ্নে তুলল
মা কেমন করে ঐ পাখির দল আকাশে উঠল।
মা বলল ভাবিস না খোকা এমন ভাবনা
কারণ কখনও তুই আকাশে উঠতে পাবিনা।
মানলো না খোকা বন্ধ নেই তার ভাবনা
আকাশে পানে থাকাই মনে ঠিকানা ।
রোজ চলে যায়, আবার নতুন দিনে
সেই একটাই স্বপ্ন বিড়ালছানার মনে ।
এক রাতে স্বপ্নে বিড়ালছানা পেলো ফুল
ফুল বলল চাও একটি বিষয় হবে কবুল।
তা শুনে বিড়ালছানা হলো মহাখুশি
দুঃখ একটু মনে চাইতে পাবে না বেশি ।
স্বপ্ন পুরণের আশায় চাইলো আকাশে চলতে
ওমনি বিড়াল পাখা ছাড়াই লাগলো উড়তে ।
হতভম্ব হয়ে বিড়ালছানা সবদিকে
সুন্দর দৃশ্য দেখছে আকাশ থেকে ।
ভুলে গেছে মায়ের কথা আর ভালবাসাকে
সবুজ সুন্দর একটি গ্রাম হঠাৎ পড়ল চোখে ।
আসলো বিড়ালছানা সেখানে আকাশ পথে
এসে তার মনে আঘাত হানলো দেখতে দেখতে ।
পড়লো মনে মায়ের কথা কত ভালবাসে তাকে
আকাশে একা বিড়ালছানা মা ডাকে কাকে ।
গ্রামে একটি খোকা মায়ের কোলে শুয়ে
সময়গুলো দিচ্ছে মনের সুখে কাঠিয়ে ।
মা খোকা বলে ডাকিতেছে বারে বারে
খোকা মায়ের কোলে ঘুমাচ্ছে মধুর মত করে ।
এই দৃশ্য দেখার পর বিড়াল ছানা কাঁদে
নামতে গেলে বার বার আকাশ তাকে বাঁধে ।
ফুলের কাছে চেয়েছিল সে আকাশে উড়তে
একটা বিষয় শর্ত ছিল তাই পারছে না নামতে ।
মহা কান্নায় ভেঙ্গে পড়ল বিড়ালছানা
চোখের জলে হলো আকাশে বন্যা ।
স্বপ্ন দেখতে দেখতে বিড়ালছানার ঘুম ভাঙল
ঘুম থেকে জেগে সে মাকে জড়িয়ে ধরলো ।
তারপর বিড়ালছানা বুঝে নিল
আকাশে উড়ার স্বপ্ন মুছে ফেলল ।
মায়ের সাথে স্বপ্ন দেখা শুরু করল
নতুন একটি বাঁচার স্বপ্ন সে ধরল ।
(উলিপুর, কুড়িগ্রাম)