সব

নৌমন্ত্রীর বিরূপ বক্তব্যে বাণিজ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 31st July 2018at 5:41 pm
153 Views

স্টাফ রিপোর্টারঃ বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় দেয়া নৌমন্ত্রীর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, এ ঘটনা নিয়ে যদি কেউ বিরূপ মন্তব্য করেন তাহলে আমি দুঃখিত, ব্যথিত ও মর্মাহত। প্রধানমন্ত্রীও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদের গবেষণা গ্রন্থ ‘বঙ্গীয় মুসলিম লীগ পাকিস্তান আন্দোলন : বাঙালির রাষ্ট্রভাবনা ও বঙ্গবন্ধু’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সোমবার এ অনুষ্ঠানে আলোচনা করেন অধ্যাপক ড. রওনক জাহান, লেখক-গবেষক সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

তোফায়েল আহমেদ বলেন, বাসচাপায় রোববার দু’জন শিক্ষার্থী নিহত হন। আমিও বাবা, আমারও সন্তান আছে। আমি এটি সহ্য করতে পারিনি।

তিনি বলেন, আমি জানলাম নিহত মেয়ে শিক্ষার্থীর বাবা একজন চালক। তার স্বপ্ন ছিল মেয়েকে মানুষ করবেন। তার সারা জীবনের স্বপ্ন সড়ক দুর্ঘটনায় শেষ হয়ে গেছে।

এটি নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তোফায়েল আহমেদ বলেন, হাইকোর্ট দুর্ঘটনায় নিহতদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে একটি নির্দেশনা দিয়েছেন। তবে জীবনের মূল্য ক্ষতিপূরণ দিয়ে হয় না। তবুও পরিবারের সহযোগিতার জন্য এ টাকা দেয়া হবে।


সর্বশেষ খবর