সব

বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন উদ্বোধন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 31st July 2018at 5:46 pm
151 Views

মুহাম্মদ আতিকুর রহমানঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর গাজীপুরের প্রাইমারি গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীর বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি।

এদিন গাজীপুরের তেলিপাড়ার গ্রাউন্ড স্টেশন ক্যাম্পাস থেকে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

গ্রাউন্ড স্টেশনে উপস্থিত সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন এবং সরাসরি কথা বলেন। একই সঙ্গে বেতবুনিয়ার বেকআপ গ্রাউন্ড স্টেশনটিও উদ্বোধন করা হয়েছে।

সব কিছু ঠিক থাকলে আগস্ট বা সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।


সর্বশেষ খবর