শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বাস্তবায়নের আহ্বান জাতীয় মানবাধিকার কমিশনের
স্টাফ রিপোর্টারঃ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন ও গণপরিবহনের বিভিন্ন অনিয়ম নিরসন করার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত ও সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কমিশনের চেয়ারম্যান এক বিবৃতিতে এ আহ্বান জানান।
কাজী রিয়াজুল হক বলেন, ‘নারী ও শিশুসহ সকল মানুষের নিরাপদে চলাচলের অধিকার রয়েছে। এটা মানবাধিকার। কিন্তু আমরা লক্ষ্য করছি, এক শ্রেণির অসাধু পরিবহন মালিক আইনের তোয়াক্কা না করে রাস্তায় চলাচলের অযোগ্য গাড়ি লাইসেন্সবিহীন অদক্ষ চালকদের হাতে তুলে দিচ্ছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ঢাকার বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন কলেজের দুইজন শিক্ষার্থী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশনীয় উদ্যোগ ও নির্দেশনাকে স্বাগত জানান।
কাজী রিয়াজুল বলেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার দ্রুত বাস্তবায়ন গণপরিবহনের নানা অনিয়ম নিরসনে মাইলফলক হিসেবে কাজ করবে।