সব

আইইউবিএটি’তে শুরু হল জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনসিপিসি) ২০১৮

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 4th August 2018at 5:02 pm
141 Views

স্টাফ রিপোর্টারঃ উৎসহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ থেকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেজ এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে শুরু হল দুই দিন ব্যাপী “জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনসিপিসি) ২০১৮ এটি জাতীয় পর্যায়ের সবচেয়ে মর্যাদাপুর্ন কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) প্রতি বছর অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় পৃষ্ঠপোষকতা প্রদান করে থাকে। কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এটি দেশের র্সববৃহৎ আয়োজন। পরর্বতীতে আর্ন্তজাতিক পর্যায়ে এসিএম–আইসিপিসি এবং ওয়ার্ল্ড ফাইনাল প্রতিযোগীতায় শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে এই আয়োজন প্রধান ভিত্তি হিসাবে কাজ করে থাকে।

বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বিকাল ৩ ঘটিকায় আইইউবিএটি-এনসিপিসি ২০১৮ উদ্বোধন করা হয়। বিকাল ৫টায় আইইউবিএটি-এনসিপিসি ২০১৮ এর “মক কন্টেস্ট” অনুষ্ঠিত হয়। আইইউবিএটি-এনসিপিসি ২০১৮ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব জনাব জুয়েনা আজিজ ।

উদ্ভধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটি এর উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক জনাব এনামুল কবির ২০১৮ এর পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ACM-ICPC, India এর Regional Contest এর ডা্ইরেক্টর অধ্যাপক ড. ফাল্গুনী গুপ্তা। স্কাইপিতে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ জাফর ইকবাল, এসইউএসটি, আরও বক্তব্য রাখেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডীন প্রফেসর্ ড. আবদুল এল হক, আইইউবিএটির বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য শিরীন হক।

জাতীয় পর্যায়ে এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারী এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিযোগীরা দলগতভাবে অংশগ্রহন করবে। প্রতিযোগিতায় মোট ৭২টি বিশ্ববিদ্যালয় ২টি কলেজ ও ১টি পলিটেকনিক কলেজ থেকে ১৪৯ টি দল অংশগ্রহন করতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে মেয়েদের জন্য ৩টি দল।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম ১০টি স্থান ঘোষনা করা হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে। এছাড়া দেশের ৮টি বিভাগের জন্য বিভাগীয় পর্যায়ে ৮টি, মেয়েদের মধ্যে একটি এবং দ্রুততম সময়ে সমস্যা সমাধানের জন্য ১০টি সর্বমোট ২৯টি পুরষ্কার দেয়া হবে। এক মনোজ্ঞ সাংস্কৃতকি অনুষ্ঠান ও নৈশভোজনের মধ্য দিয়ে ২ দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপ্তি হবে।

এন সি পি সি ২০১৮ এর স্পন্সর হিসেবে থাকছে বাংলাদশে কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়, পাঠাও, SIMEC System BD এবং শওির ক্যাশ।


সর্বশেষ খবর