সব

টঙ্গীতে কাভার্ডভ্যানে পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 4th August 2018at 5:06 pm
102 Views

টঙ্গী করেসপন্ডেন্টঃ গাজীপুরের টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফারজানা আকতার নামের ১০ম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ (শনিবার) বেলা দেড়টার দিকে টঙ্গীর বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী টঙ্গীর শফিউদ্দিন সরকার অ্যাকাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী। গাজীপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক ওহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওহিদুজ্জামান বলেন, মেয়েটির বাড়ি গাইবান্ধার সাদুল্লাহরপুর থানায় কদুরিয়া এলাকায়। তাঁর বাবার নাম ফারুক হোসেন। মেয়েটি কলেজ থেকে বাড়ি ফেরার সময় কাভার্ড ভ্যানটি তাকে চাপা দেয়। লাশ উদ্ধার করে পুলিশ মর্গে নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ফারজানাকে চাপা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।


সর্বশেষ খবর