জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে রাজশাহী নিউজ টুয়েন্টিফোরের মতবিনিময় সভা
ডেস্ক রিপোর্টঃ অনলাইন নিউজ পোর্টাল রাজশাহী নিউজ টুয়েন্টিফোর ডট কম পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী নিউজ টুয়েন্টিফোর ডট কম পত্রিকার চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক (বুলি)। এ সময় উপস্থিত ছিলেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মোঃ রায়হানুল ইসলাম সহ বিভিন্ন জেলা উপজেলার সাংবাদিকগণ।
সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন রাজশাহী নিউজ টুয়েন্টিফোর পত্রিকাটিকে ঢেলে সাজাতে যা দরকার তাই করা হবে। প্রতিনিধিদের সমস্যার কথা বিবেচনা করে একটি এসোসিয়েশন গঠনের পরামর্শ দেন তিনি।
সভা শেষে রাজশাহী নিউজ টুয়েন্টিফোর ডট কম পত্রিকায় সর্বচ্চো নিউজ দাতা হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহন করেন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মাসুদ রানা রাব্বানী, নওগাঁ প্রতিনিধি আব্দুল রউফ রিপন, ফেসবুকে সর্বচ্চো নিউজ সেয়ারকারী পাবনা প্রতিনিধি এস এম জহুরুল হক ও সর্বচ্চো ছবি দাতা হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহন করেন, ফটো-
সাংবাদিক মোঃ সামিউল ইসলাম (এ.শামীম)। অনুষ্টানটির সভাপতিত্ব করেন, রাজশাহী ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ।