রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের ঢল
স্টাফ রিপোর্টারঃ ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আজ সপ্তম দিনের মতো অব্যাহত শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরগুলোতে ঢল নেমেছে শিক্ষার্থীদের।
এরই মধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে। বিশেষ করে শাহবাগ, উত্তরা, মগবাজার, সাইন্সল্যাব এবং মতিঝিলসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেয়। এসময় তারা মিছিলসহ বিভিন্ন গাড়ীর লাইসেন্স পরিক্ষা-নিরীক্ষার কাজ করছে।
শাহবাগঃ
আজ শনিবার সকাল ১০টার আগে শাহবাগে গোল চত্ত্বরে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তারা সেখানে অবস্থান নিয়ে সড়কে চলাচলকারী যানবাহনের লাইসেন্স চেক করছেন।
সেখানে শহীদ সোহরাওয়ার্দী, হাবিবুল্লাহ বাহার ও সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থীরা গাড়ির লাইসেন্স চেক করছেন। পুলিশকেও শিক্ষার্থীদের সহায়তা করতে দেখা গেছে।
শিক্ষার্থীরা জানান, সরকার তাদের ৯ দফা দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত এমন কর্মসূচি অব্যাহত থাকবে। সড়কে কোনো অবৈধ যান চলতে দেয়া হবে না।
উত্তরাঃ
শনিবার সকাল ১০ থেকে হাউজ বিল্ডিংয়ের সামনে বিভিন্ন স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা নর্থ টাওয়ারের সামনে এসে পুলিশের বেরিকেড ভেঙে সড়ক অবরোধ করেন। তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের কামাড়পারা থেকে আব্দুল্লাহপুর এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। তারা উই ওয়ান্ট জাস্টিস, শাহজাহান খান পদত্যাগ কর-লেখা প্লাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
বিক্ষোভে এশিয়ান ইউনিভার্সিটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, আইইউবিএটি ইউনিভার্সিটি, মাইলস্টোন কলেজ, উত্তরা হাইস্কুল, টঙ্গী সরকারি কলেজ, বঙ্গবন্ধু সরকারি কলেজ, উত্তরা কমার্স কলেজসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
সাইন্সল্যাবঃ
এদিকে আজ শনিবারও রাজধানীর ধানমন্ডি- সাইন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০ টার পর থেকেই ধানমন্ডি এলাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। এসময় তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
শিক্ষার্থীরা বলেন, আমরা সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত আন্দোলন করব। আজকে আমরা কেউ উল্টো পথে আসছে কি না এবং লাইসেন্স আছে কি না চেক করছি। আমরা এর মাধ্যমে দেখিয়ে দিতে চাই পরিবহনখাতে শৃঙ্খলা সম্ভব।
মতিঝিলঃ
এদিকে বাণিজ্যিক এলাকা মতিঝিলেও একই সমর্থনে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। সেখানে সকাল ১০টার দিকে অবস্থান নেয় নটরডেম কলেজের শিক্ষার্থীরা । তাদের দাবি একটাই, ৯ দফার বাস্তবায়ন চাই।
এছাড়াও মিরপুর, দনিয়া, জুরাইন, মালিবাগ, ঝিগাতলায় প্রধান সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তারা বিক্ষোভের পাশাপাশি লাইসেন্স চেক, রাস্তার শৃঙ্খলা ফেরাতেও কাজ করছে।
উল্লেখ্য গত রোববার (২৯ জুলাই) রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে রাস্তায় শিক্ষার্থীদের ওপর উঠে পড়ে জাবালে নূর পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই নিহত হয় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীম (১৬)।