সব

ক্লাস সচল করতে সরকারের নির্দেশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 5th August 2018at 2:08 pm
127 Views

ডেস্ক রিপোর্টঃ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার থেকে ক্লাস সচল করার নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী করতে শিক্ষকদের প্রতিও অনুরোধ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে পাঠানো এক বার্তায় এ নির্দেশনা দেয়া হয়।

মাউশির মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, শনিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কথা থাকলেও অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল। রোববার থেকে দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস সচল করার কথা বলা হয়েছে।

অন্যান্য দিনের মতো রুটিন অনুযায়ী সব বিষয়ের ক্লাস করাতে প্রতিষ্ঠানের প্রধানদের এমন নিদের্শনা দেয়া হয়েছে।


সর্বশেষ খবর